রাজ্য উত্তাল ধর্ষণ বিরোধী আন্দোলনে।অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার, মন্দির ভেঙে ফেলবার মত ঘটনার উত্তাপ,শঙ্কা ছড়াচ্ছে রাজ্যবাসীর মনেও।এরই মধ্যে মুর্শিদাবাদের বহরমপুরের হাতিনগর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে কিছু পাকিস্তানি পোস্টার।সূত্র অনুযায়ী শুক্রবার ওই এলাকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু পোস্টার যেখানে হুমকি রয়েছে হিন্দু মেয়েদের ধর্ষণের।শুধু তাই নয় মুর্শিদাবাদের সমস্ত মন্দির ভেঙে ফেলার কথাও বলা হয়েছে ওই উদ্ধার হওয়া পোস্টারে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন "তৃণমূল সরকারের শাসনকাল মৌলবাদী শক্তির স্বর্গরাজ্য।বর্তমান শাসকদল ভোটের রাজনীতির খেলা খেলতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায় দলীয় নির্দেশে।এছাড়া বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন মৌলবাদী শক্তির প্রভাব এখানেও পড়তে পারে।"তিনি আরও জানান "মৌলবাদীদের এই অভিপ্রায় তারা রুখে দেবেন।হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট হতে দেবেন না কোনো মূল্যেই।সমগ্র জেলার মানুষের কাছেও তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার এ অনুরোধ জানিয়েছেন।