Reported By Binoy Roy
১৬ জুলাই, : অধীর চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে বাংলা ভাষার প্রতি গভীর সংবেদনশীলতা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, “বাংলা বললেই বাংলাদেশির তকমা।”
১.বাংলা বললেই বাংলাদেশির তকমা। আবেগ-অস্ত্রে আজ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা হাঁটবেন মমতা-অভিষেক। রোহিঙ্গাদের জন্যে মিছিল, কটাক্ষ শুভেন্দুর।
২.নেতা খুনের প্রতিবাদে মিছিলে লোক ভরালে পুরস্কার, নইলে শাস্তি! ভাঙড়ের তৃণমূলের নেতার ফরমানে তোলপাড়।
৩.ভারী বৃষ্টিতে ভাসছে জেলা, ফের মুখ্যমন্ত্রীর নিশানায় DVC। (মমতা – না জানিয়ে ইচ্ছে মতো জল ছাড়ছে DVC)।
৪.বাংলার বাইরে বাঙালির পরিচয় , রাজমিস্ত্রি । আজ 16 তারিখ মমতা মিছিল করবেন। বাঙালির কফিনে শেষ পেরেক মারতে রাস্তায় নামবেন মমতা – অভিযোগ শমীক ভট্টাচার্যের।
৫.আরজি কর কাণ্ডের সময় থেকে কসবার মনোজিত্-এর কর্মকাণ্ড। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এবার নাম না করে কটাক্ষের জবাব দিলেন তৃণাঙ্কুর। আমাদের মধ্যে কেউ কেউ আছে, যারা আগুন লাগাতে ভালবাসে। সবাই মিলে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভাল হয়। দলের প্রতি দায়িত্বটা আমাদের সবার। মন্তব্য তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের।
৬.ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তৃণমূলের পথে নামার আগেই আক্রমণে শুভেন্দু বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা বিরোধী দলনেতার
‘বাঙালি অস্মিতার রাজনৈতিক ভাষ্য তৈরি করতে উদ্যত তৃণমূল কংগ্রে ‘কাদের স্বার্থে ? বাংলাভাষী রোহিঙ্গাদের স্বার্থে ? নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের স্বার্থে ?’
‘কেন অত্রি ভট্টাচার্য এবং সুব্রত গুপ্ত উপেক্ষিত হলেন এবং মনোজ পন্থকে মুখ্যসচিব করা হল ?’ ‘তিনি আবার এই দুই যোগ্য বাঙালি অফিসারের তুলনায় জুনিয়র’
‘কেন পশ্চিমবঙ্গের সবচেয়ে সিনিয়র আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়কে উপেক্ষা করা হয়েছে ?’
৭.আরজি কর কান্ডে সঞ্জয়ের জানিনের আবেদন গ্রহণ করল আদালত।
৮.শমীক ভট্টাচার্য ময়নাগুড়িতে দাবি করেছেন, ২০২৬-এ মুসলিমদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেবে।
৯.অসমে হিন্দুদের বেদখল দেবত্তর সম্পত্তি উদ্ধারের প্রসঙ্গ টেনে শমীক কোচবিহারে এ রাজ্যের জবর দখল হয়ে থাকা দেবত্তর সম্পত্তি উদ্ধারের ডাক দিলেন। এটাও কি নির্বাচনকে সামনে রেখে হিন্দুত্বের আরেকটা নতুন তাস?