অধীর চৌধুরী নির্দেশে নিজেদের অর্থ খরচ করে ডেঙ্গু প্রতিরোধক ছড়ালেন কংগ্রেসের নেতাও কর্মীরা

অধীর চৌধুরী নির্দেশে নিজেদের অর্থ খরচ করে ডেঙ্গু প্রতিরোধক ছড়ালেন কংগ্রেসের নেতাও কর্মীরা

Reported By: News Desk

YouTube Link: https://youtu.be/dMvs5hRZG0Y

বহরমপুর শহরের পৌর এলাকায় বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ।হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা বলে সূত্রের খবর। তাই শহরের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে পথে নামল কংগ্রেসের কর্মীরা। বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশ মতাবেক নিজেদের অর্থ খরচ করে ডেঙ্গু প্রতিরোধ ওষুধ কিনে বিভিন্ন এলাকায় ছড়ালেন নেতা কর্মীরা। বৃহস্পতিবার
এলাকার জঙ্গল, নর্দমা প্রভৃতি জায়গায় তারা ওষুধ স্প্রে করেন। কংগ্রেস নেতা হিরু হালদার নিজে পথে নেমে স্প্রে করেন। তিনি জানান, পৌরসভার উচিত এই সময় মানুষের পাশে দাঁড়িয়ে ডেঙ্গু রোগের মোকাবিলা করা। বিভিন্ন এলাকায় গিয়ে পরিদর্শন করতে হবে। সে সব কাজ হচ্ছে না। লোক দেখানো কাজ করা হচ্ছে। আমাদের সাংসদ অধীর চৌধুরী
সারা বছর শহরবাসীর সঙ্গে থাকেন। তারই নির্দেশে আমরা সারা বছর শহরবাসীর সেবায় নিয়োজিত থাকি।

Leave a Reply

error: Content is protected !!