মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসের সামনে জানালেন যে তিনি আগামীকাল অর্থাৎ 6 মে সুতিতে যাবেন। তার বক্তব্যের শুরুতেই তিনি বিজেপির উপরে তোপ ডাকলেন। মুখ্যমন্ত্রী জেলার ডিজি, ডিএম, সকলের সাথে জেলার সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন, সে বিষয়ে তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলেন। প্রিয় জানালেন যে বহিরাগত কিছু মানুষ এই জেলায় এসে সাম্প্রদায়িক ঐক্য পরিস্থিতিকে বিশৃংখলে রূপান্তর করছেন । তিনি দাঙ্গাইদের শত্রু বলে আখ্যা দেন। তিনি প্রেস ও মিডিয়াকে বৌদি মিডিয়া বলে ভূষিত করলেন সেইসঙ্গে তিনি প্রেসের কাছে এই শব্দ ব্যবহারের জন্য দুঃখিত প্রকাশ করলে।
