Skip to content
অধীর বাবুর আশ্বাস সর্বহারাদেরকে

অধীর বাবুর আশ্বাস সর্বহারাদেরকে

REPORTED BY:- BINOY ROY

গত এক বছর আগে মুর্শিদাবাদের সুতিতে বোমা বিস্ফোরণে আহত হয়েছিলেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ আরও ২৭ জন। ভয়ানক ভাবে আহত হন সকলেই। প্রথমত ঘটনার এক বছর পেরিয়ে গেলেও সেই ঘটনায় অভিযুক্তরা এখনো অধরা। দ্বিতীয়ত নিজেদের চিকিৎসা করাতে বর্তমানে তারা সর্বহারা। বর্তমানে সম্পূর্ণ অক্ষম অবস্থায় রয়েছেন তারা। বহু জায়গায় আবেদন জানিয়েও সমস্যার কোনো সমাধান না পেয়ে তারা সকলে হাজির হয়েছেন অধীর চৌধুরীর দরবারে। তাদের কারো হাত নেই তো কারো পা নেই আবার কেউ চোখে অন্ধ। বৃহস্পতিবার দুপুরে তারা সকলে হাজির হন বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে। সেখানে তাদের সমস্যার কথা তারা জানান অধীর রঞ্জন চৌধুরীকে। পাশাপাশি এদিন অধীর বাবু তাদের আশ্বাস দেন- এবিষয়ে অবিলম্বে তিনি আবেদন রাখবেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছেও।

Leave a Reply

error: Content is protected !!