ভোট যত নিকটে আসছে বাড়ছে প্রচার কাজ। বিভিন্ন দলের প্রার্থীরা জোড় কদমে চালাচ্ছে প্রচার। বহরমপুর লোকসভা কেন্দ্রে শনিবার সকালে গান্ধী কলোনি এলাকা থেকে বিটিকলেজ বটতলা মোড় পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী প্রচার সারেন। প্রচার সেরে গাড়ীতে ফেরার পথে তৃনমূলের কিছু কর্মীরা রাস্তা আটকায়। এবং গো ব্যক স্লোগান দেয়। বহরমপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে টিম এসে বাঁধাসৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করে এবং দুজনকে আটক করে। তৃনমূল কর্মীদের অভিযোগ অধীর চৌধুরী গাড়ী থেকে নেমে এসে একজনের গায়ে হাত তোলে। ওনার কোনো অধিকার নেই গায়ে হাত তোলার এমন অভিযোগ তুলে দাবী করে তাকে ভুল শিকার করতে হবে। অধীর চৌধুরীর বক্তব্য, তৃনমূল তার চুল্লুখোড়দের দিয়ে আমার প্রচার আটকাবে তা মানবো কেনো। নেশা করে গো-ব্যক বলবে প্রতিবাদ তো করবোই আর সেটাই করেছি। চারিদিকে সিসিটিভি আছে দেখলেই প্রমান পাবে আদৌ গায়ে হাত দিয়েছি কিনা৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে।