অধীর রঞ্জন চৌধুরীর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে

অধীর রঞ্জন চৌধুরীর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে

REPORTED BY:- BINOY ROY

চারিদিকে যখন দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ নিয়ে চলছে শোরগোল, তখন বহরমপুরের কুঞ্জঘাটা এলাকায় অধীর রঞ্জন চৌধুরীর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। সোমবার রাতের এই ঘটনায় মঙ্গলবার সকালে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। অন্যদিকে ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত ভাগীরথী স্পোর্টিং ক্লাবে রাখা অধীর চৌধুরীর ছবি ছিঁড়ে ফেলার পাশাপাশি ভাঙচুর করা হয়েছে ওই ক্লাবের কিছু আসবাবপত্রও। ঘটনায় ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখে বহরমপুর থানার পুলিশ।ক্লাব প্রেসিডেন্ট ও 4 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী হিরু হালদারের অভিযোগ- পুর নির্বাচনের দামামা বাজতেই তান্ডব শুরু করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

Leave a Reply

error: Content is protected !!