অধীর রঞ্জন চৌধুরী-“তৃণমূল ও বিজেপি দলে মানবতা বিলুপ্ত”

Reported By :- Binoy Roy

আজ 29 জানুয়ারি 2025, বুধবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্য তুলে ধরেছেন। তিনি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ তুলে বলেন, “আগামী দিনগুলোতে বাংলার মানুষের জন্য বোমা-বন্দুকের গুলি সাধারণ ব্যাপার হয়ে যাবে।”

 

অধীর রঞ্জন চৌধুরী সতর্ক করেছেন যে, বর্তমান সরকারের কর্মকাণ্ড বাংলার পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যেতে পারে। তিনি বলেন, “যদি তৃণমূল সরকার বর্তমানে যে ভাবে বাংলাকে দেখছেন, সেভাবেই দেখতে থাকেন, তবে এই আশঙ্কা বেড়েই যাবে।”

 

তিনি আরও দাবি করেন যে, বিজেপি ও তৃণমূল উভয়ই সাম্প্রদায়িক দাঙ্গাকে ভালোবাসে, এবং যখনই নির্বাচনের সময় আসে, তখন তারা সাধারণ মানুষের মধ্যে বিভেদ তৈরি করে। “এটি একটি দাবানলের মতো হয়ে যায়, যেখানে মিথ্যে সাহায্যের নামে কিছু পরিমাণ উপকার করে তারা জনগণের সমর্থন লাভ করেন,” বলেছেন অধীর রঞ্জন।

 

এভাবে, বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর উদ্বেগ জনসমক্ষে আসায়, রাজনৈতিক পর্যবেক্ষকরা আগামী দিনে এর প্রভাব কী হতে পারে তা নিয়ে গভীর চিন্তায় মগ্ন।

Leave a Reply

error: Content is protected !!