Skip to content
অধীর রঞ্জন চৌধুরী: সমস্ত নোংরা দুর্নীতির বিরুদ্ধে তোপ

অধীর রঞ্জন চৌধুরী: সমস্ত নোংরা দুর্নীতির বিরুদ্ধে তোপ

Reported By :- Binoy Roy

আজ 24.02.2025 সোমবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। সেখানে তিনি তার মূল্যবান বক্তব্য প্রকাশ করেন তিনি বলেন,

বাংলায় রেশন দুর্নীতি কিভাবে এখনো হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কি খেয়াল রাখছেন না এগুলো। 

অধীর রঞ্জন চৌধুরীর মতে”বাংলার যত দুর্নীতিবাজ মাফিয়া আছে তারা সবাই বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে”

অধীর রঞ্জন চৌধুরী বলেন নির্বাচনের আগ মুহূর্তে এন আর সি নিয়ে ও ওয়াকাপ বোর্ডের আইন নিয়ে কথা কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী। 

অধীর রঞ্জন চৌধুরী দাবি করেন বিগত ১৪ বছরের তৃণমূল সরকারের রাজনীতিতে কতগুলো অন্য দেশের নাগরিক এন আর সি এর দ্বারা বহিষ্কার হয়েছেন ।

অধীর রঞ্জন চৌধুরী জানান পশ্চিমবঙ্গের জনগণের কোন অভিযোগ নেই এন আর সি আইনের বিরুদ্ধে কিন্তু, কিন্তু সেটা আইনিভাবে লাগু করা হোক সেটা শুধুমাত্র ধর্মভিত্তিক না হোক।

Leave a Reply

error: Content is protected !!