অনস্থাভোট হলো না সারাংপুর গ্রাম পঞ্চায়েতে – G Tv { Go Fast Go Together)
অনস্থাভোট হলো না সারাংপুর গ্রাম পঞ্চায়েতে

অনস্থাভোট হলো না সারাংপুর গ্রাম পঞ্চায়েতে

Reported By: News Desk

YouTube Link: https://youtu.be/UU-LKNoimvY

অনস্থাভোট হলো না সারাংপুর গ্রাম পঞ্চায়েতে। বুধবার অনস্থাভোটের দিন নির্ধারন থাকা সত্তেও ভোট হলো না সারাংপুর পঞ্চায়েতে। জানাগেছে ডোমকল বিডিওর কাছে সাংরাংপুর পঞ্চায়েত প্রধান কিমকিম বেগমের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ নিয়ে অনস্থার ডাক দিয়েছিলেন ঐ পঞ্চায়েতের ১২ জন তৃণমূল সদস্য-সদস্যারা। ২০ জন সদস্যের মধ্যে প্রধানের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করেছিলেন ১২ জন সদস্য। সেই অনস্থাপত্র জমার পরেই ২১ ই সেপ্টেম্বর অনস্থাভোটের তারিখ ঘোষনা হয়। সেই মতো আজ বুধবার সকালে ১২ জন পঞ্চায়েত সদস্য সদস্যারা উপস্থিত হয়েছিলেন ডোমকলের সারাংপুর পঞ্চায়েত অফিস চত্তরে। যার নেতৃত্বাধীন ছিলেন সারাংপুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বাসির মোল্লা। বেলা গড়িয়ে দুপুর হতে চললেও বিডিও অফিস থেকে কোনো আধিকারিক না আসায় অনস্থাভোট হতে সক্ষম হয়নি। তারপরেই টাকা নিয়ে অনস্থা ভোট বন্ধ করার অভিযোগ উঠে বিডিওর বিরুদ্ধে। যদিও বিডিও অফিসের একটি চিঠি থেকে পাওয়া তথ্যে জানাগেছে, বিশ্বকর্মাপূজো, মহরম চল্লিশা ও মহালয়ার কারনে উপযুক্ত পুলিশ ফোর্স না পাওয়ায় মিটিং বাতিল করা হয়েছে। যদিও অঞ্চল তৃণমূল সভাপতি বাসির মোল্লার দাবি প্রধানের কাছে টাকা নিয়ে বাতিল করা হলো এই অনাস্থা। এই বিষয়ে ডোমকল বিডিও বলেন ভিত্তিহীন অভিযোগ।

Leave a Reply

Translate »
Call Now Button