অনামী ক্লাবের কুড়ি তম রবীন্দ্রজয়ন্তী উৎসব: সাংস্কৃতিক ঐতিহ্যের জাগরণ

অনামী ক্লাবের কুড়ি তম রবীন্দ্রজয়ন্তী উৎসব: সাংস্কৃতিক ঐতিহ্যের জাগরণ

Reported By:- News Desk

গতকাল, ৯ই মে ২০২৫, সন্ধ্যায় দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শিবপ্রসাদ যাদব এবং উদ্যোগপতি কুনাল শাহসহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে হর্ষোল্লাসের সাথে পালন করা হয় “অনামী ক্লাব”-এর কুড়ি তম রবীন্দ্রজয়ন্তী উৎসব। দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন সংলগ্ন গোরাবাজার এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে রবীন্দ্র কাব্য পাঠ, রবীন্দ্র সঙ্গীত ও নৃত্যের পাশাপাশি যন্ত্র সঙ্গীতও পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। স্থানীয় শিশুদের একক পরিবেশনা এবং বহিরাগত শিল্পীদের দলগত নৃত্যগুলো দর্শকদের প্রশংসা অর্জন করে। অনুষ্ঠানের সম্পাদক সুরজিৎ দাস জানান, “স্থানীয় জনগণের প্রচেষ্টায় এলাকা এবং এলাকার বাইরের শিল্পীদের উৎসাহিত করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন।” তিনি আরও বলেন, “এলাকাবাসী এই সুন্দর রবীন্দ্রজয়ন্তী উৎসবে অংশগ্রহণ করে অত্যন্ত সন্তুষ্ট হয়েছে।” এই উৎসবের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসারে নতুন উদ্যম জাগিয়ে তোলা হয়েছে, যা দমদমের স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ও গৌরব নিয়ে এসেছে।

Leave a Reply

error: Content is protected !!