একাডেমীর সাউথ গ্যালারি তে বিশিষ্ট আলোকচিত্র শিল্পী অনুপম হালদারের চিত্র প্রদর্শনী হতে চলেছে 25th ফেব্রুয়ারি থেকে। চলবে 3rd মার্চ পর্যন্ত। এবারের প্রদর্শনী তে স্থান করে নিচ্ছে ভারতের গুহা চিত্র। এছাড়াও এবারের ফটোগ্রাফির প্রদর্শনীর ফটো গুলো ফটো পেপারে প্রিন্ট করা হয়েছে। আমরা তো থাকছি। আপনারাও থাকবেন।