অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের খুশিতে গুড় বাতাসা, নকুল দানা ও চরাম ঢাকের আওয়াজে মিছিল বিজেপির বহরমপুরে।

অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের খুশিতে গুড় বাতাসা, নকুল দানা ও চরাম ঢাকের আওয়াজে মিছিল বিজেপির বহরমপুরে।

Reported By:-Binoy Roy

YouTube Link:-https://youtu.be/QZRyXd8d9EQ

অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের খুশিতে গুড় বাতাসা, নকুল দানা ও চরাম চরাম ঢাকের আওয়াজে মিছিল বিজেপির বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্রের নেতৃত্বে বহরমপুর গির্জার মোড় থেকে বিজেপির মিছিল বের হয়। মিছিলে অনুব্রত মণ্ডলের প্রতিকৃতিতে কোমরে দড়ি বেঁধে গুড় বাতাসাও নকুলদানা খাওয়াতে খাওয়াতে চরাম চরাম ঢাকের আওয়াজে গোটা বহরমপুর শহর পরিক্রমা করল বিজেপির এই মিছিল। পথ চলতি মানুষকে খাওয়ানো হয় গুড় বাতাসা শোনানো হয় ঢাকের চরাম চরাম আওয়াজ। বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র বলেন একে একে সব দুর্নীতিগ্রস্তরা গ্রেপ্তার হবে। আর এই সমস্ত দুর্নীতির দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে।

Leave a Reply

error: Content is protected !!