অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া ইমাম  মুয়াজিম এন্ড  সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা কনভেনশন

অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া ইমাম মুয়াজিম এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা কনভেনশন

Reported By : Binay Roy

৪ ঠা জুন, রবিবার, বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া ইমাম মুয়াজিম এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা কনভেনশন। সভায় উপস্থিত ছিলেন নাখোদা মসজিদের ইমাম মওলনা আব্দুল রেজ্জাক, মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার কাজ কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করতেই এই কনভেনশন। সংস্থার সদস্যরা সবসময় সরকারের পাশে থেকে সমাজের কাজ করে। তাই সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরতে এই সভার আয়োজন। সংস্থার দাবি গুলি মন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দিতে চান সদস্যরা।

Leave a Reply

error: Content is protected !!