Reported By : তুষার কান্তি খাঁ
১৪ ই নভেম্বর, সোমবার, বহরমপুর ক্যারাটে একাডেমির পক্ষ থেকে কালার বেল্ট এক্সামিনেশন অনুষ্ঠিত হয় রবিবার। এদিন খাগড়া সবুজ সংঘের মাঠে ওই প্রতিযোগিতাটি হয়। ব্রাঞ্চ ওয়াইজ প্রোগ্রামের পরিবর্তে সকলে একত্রিত হয়ে ওই প্রতিযোগিতায় অংশ নেয়। ক্যারাটে একাডেমির পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে বলা হয়, মোবাইল নামক যন্ত্র থেকে বাচ্চাদের বিরত রাখুন। স্পোর্টস ক্যারাটে সহ বিভিন্ন শরীরচর্চায় এবং খেলাধুলার সাথে তাদের যুক্ত করুন। বর্তমান যুগে বাচ্চাদের সেলফ ডিফেন্স করানো অত্যন্ত প্রয়োজনীয়। সেখানে উপস্থিত ছিলেন সোনারপুর থেকে এক্সামিনার সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।