১২ ই নভেম্বর, শনিবার, বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ ম্যাথামেটিক্যাল সোসাইটির ব্যবস্থাপনায় গণিত বিষয়ক এক আলোচনা চক্র।
ওই অনুষ্ঠানে "বাংলা ভাষায় গণিত পুস্তক : একটি পরিক্রমা" বিষয়ে আলোচনা করেন প্রাক্তন গণিত শিক্ষক সিদ্ধার্থ শংকর চট্টোপাধ্যায় ও গণিত বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসার ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায়।
এরপর শূন্য' বিষয়ে আলোচনা করেন সংগঠনের সভাপতি বাদল চন্দ্র হালদার। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সমীর উদ্দিন সরকার, সামারুল হক সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র-ছাত্রী ও গণিত প্রেমী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।