Reported By: Binoy Roy
YouTube Link:
দেহ উদ্ধারের চব্বিশ ঘন্টা কেটে গিয়েছে। পরিবারের কাছে এখনও স্পষ্ট নয়, গ্রেফতার হয়েছে কারা। বাপ্পার খুনের বিচার চেয়ে সিবিআই তদন্ত চাইছে বাপ্পার পরিবার। শুক্রবার সকালে ওই যুবকের বাড়ি গিয়ে পরিবারের সাথে দেখা করলেন বহরমপুরের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
এদিন মেঝেতে বসেই বাপ্পা মণ্ডলের বাবা, মায়ের সাথে কথা বলেন অধীর। অধীরের কাছে নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানান পরিবার। অধীর চৌধুরীর সাথে কথা বলার পর মৃত যুবকের বাবা মিলন মণ্ডল বলেন, আমি দাবি করলাম সিবিআই তদন্ত হোক । নিরপেক্ষ তদন্ত হোক। পুলিশ চেষ্টা করলে বাঁচাতে পারতো। পুলিশি ব্যর্থতা। আমি সিবিআই তদন্ত চাইছি।
অধীর চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গে নতুন নতুন অপরাধের তালিকা তৈরি হচ্ছে। আমরা গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার, সিন্ডিকেট রাজ দেখলাম নতুন করে এই বাংলা ক্রমশই অপহরণ রাজ গ্রাসের দিকে এগিয়ে চলেছে। একের পর এক অপহরণ এবং অপহরণপন আদায় না হলে খুন করে দেওয়া হচ্ছে। এ বাংলার প্রশাসন শুধু সরকারের দালালি করতে করতে খতম হয়ে গেছে। অধীর বলেন, আমি পরিবারের সাথে আলোচনা করছি কোর্টের তত্ত্বাবোধনে । আমি সিবিআই তদন্তের দাবি করব ।