Skip to content
অপারেশন হওয়ার পর সুস্থ না হয়ে অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা

অপারেশন হওয়ার পর সুস্থ না হয়ে অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা

Reported By : Binay Roy ২৭ শে জানুয়ারি, শুক্রবার, বহরমপুরে অপারেশন হওয়ার পর সুস্থ না হয়ে রোগী অসুস্থ হয়ে পড়ছেন। রোগীর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বহরমপুর শহরের এক বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। রোগীর আত্মীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে বহুবার ওই নার্সিংহোমে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ টালবাহানা করে এড়িয়ে যাচ্ছেন। সমস্যায় পড়েছেন তারা। খবর সূত্রে জানা যায়, মুর্শিদাবাদ জেলার জলঙ্গী, বেলডাঙা সহ নানা এলাকার রোগী এসে ভর্তি হন বহরমপুরের ওই নার্সিং হোমে। এমনকি পার্শ্ববর্তী বীরভূম জেলা থেকেও রোগীরা আসেন। তাদের চিকিৎসা সহ অপারেশন করা হয় ওই নার্সিং হোমে। আর তারপর থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে রোগীদের শরীরে। ফের টাকা খরচ করে রোগীদের চিকিৎসা করানোর মত সামর্থ্য অনেকেরই নেই। ফলে তারা প্রায়শ ওই নার্সিং হোমের দ্বারস্থ হচ্ছেন সুবিচারের আশায়। শুক্রবার বিষয়টি নিয়ে তারা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখাও করেন।

Leave a Reply

error: Content is protected !!