“অফবিট বাংরু”

“অফবিট বাংরু”

Reported By:-বুবুন রায়


চলচ্চিত্র পরিচালক এবং কাহিনীকার বুবুন রায় পরিচালিত কার্তিক সিট এর প্রযোজনায় নতুন একটি ওয়েব সিরিজ “অফবিট বাংরু” সম্প্রতি মুক্তি পেতে চলেছে নেটউড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নামক একটি ওটিটি প্লাটফর্মে,
চলচ্চিত্র পরিচালক বুবুন রায় এও জানিয়েছেন সিরিজের চারটি পার্ট রহস্য রোমাঞ্চে ভরা এবং এই ধরণের একটি গল্প আমাদের নতুন প্রজন্মের কাছে খুব হাসির এবং মজাদায়ক হবে,

পুরো সিরিজ জুড়ে রয়েছে দমফাটা হাসির ফোয়ারা তিনি আশা রেখেছেন এ ধরণের সম্পূর্ণ মজাই ভরা গল্প বিনোদনের পরিপূরক রূপে চালিত হবে, এই ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করেছেন মিরাক্কেল ৮ চ্যাম্পিয়ন কাজু তিনি জানিয়েছেন ডিরেক্টরের সাথে কাজ করে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এছাড়া কাজুর পাশাপাশি এই সিরিজে রয়েছেন নিপেন,নিখিলেশ, অর্ক,মনীষা,অঞ্জলি,বিশ্বজিৎ,পার্থ,শান্তি,কৃষ্ণেন্দু প্রমুখ,উক্ত
ছবিতে ডি.ও.পি হিসেবে নিজের ভূমিকা পালন করেছেন কুশ মান্না,
পুরো সিরিজ কে কেন্দ্র করে রয়েছে এক অসাধারন রহস্য এবং এই রহস্যের উন্মোচন ঘটানোর পদ্ধতি হবে সম্পূন্ন মজাদার যা পুরো সিরিজ জুড়ে অব্যাহত থাকবে,

নতুনত্ব মানেই বুবুন রায়_ তাই গল্পে এমন নতুনত্বের স্বাদ দর্শকদের সিনেমার খিদে পূরণ করবে বলে আশা রেখেছেন তিনি এবং তিনি জানিয়েছেন নবপ্রজন্মের দর্শক দের জন্য সিরিজটি একটি বিশেষ আকর্ষণ স্বরূপ নিজের ঠিকানা কে মেলে ধরবে,
“অফবিট বাংরু”র গোটা ইউ নিট কে আমাদের নিউজ চ্যানেল এর পক্ষ থেকে অনেক শুভকামনা রইলো।

Leave a Reply

error: Content is protected !!