মুর্শিদাবাদের ভগবানগোলার পুলিশ সোমবার রাতে একটি বিশেষ অভিযানে ৪১ জন বাংলাদেশিকে আটক করেছে। আটককৃতরা মূলত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা এবং তারা কলকাতা থেকে ট্রেন ধরে ভগবানগোলা স্টেশনে এসে বিভিন্ন টোটো করে পার-সাহেবনগর এলাকায় পৌঁছান। তাদের উদ্দেশ্য ছিল সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফিরে যাওয়া।
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় ভগবানগোলা থানার কানাপাড়া, চর লাবনগোলা এবং রাণীনগর থানার কাতলামারী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। তারা গত দুই বছরে দালালের সহায়তায় চেন্নাই এবং ম্যাঙ্গালোরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেছেন। বর্ষাকালে কাজের অভাব এবং বেতন না পাওয়ার কারণে তারা বর্তমানে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
আটককৃতদের মঙ্গলবার আদালতে হাজির করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। এই ঘটনাটি সীমান্ত সংক্রান্ত সমস্যা এবং অবৈধ প্রবেশের ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় প্রশাসন এ ধরনের কার্যক্রম প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে।