Reported By : Masud Rana
১ লা জুলাই, শনিবার, মুর্শিদাবাদের রাণীনগর ২ নম্বর ব্লকের কার্তিকের পাড়া মোড় থেকে কার্তিকের পাড়া জল ট্যাঙ্কি মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা ছিল খুবই খারাপ, ওই রাস্তা দিয়ে চলাফেরা করা দাই হয়ে উঠেছিল, ভোট এসেছে গিয়েছে, শাসকদলের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বহুবার, কিন্তু কোন ফল মেলেনি, অবশেষে ওই এলাকারই ৬০ নম্বর বুথের জোট প্রার্থী মোহাম্মদ আসাদুল ইসলামের উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় শুরু করা হলো রাস্তা সারাইয়ের কাজ।