বাম আমলে কংগ্রেসের তৈরি লঞ্চ আজ তলিয়ে যেতে বসেছে গঙ্গায়। বহরমপুর শহরবাসী তথা ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদবাসীর জন্য যে লঞ্চের গুরুত্ব ছিলো অপরিসীম- বর্তমানে তৃণমূল সরকার ও জেলা প্রশাসনের অবহেলায় গঙ্গাবক্ষে সেই লঞ্চ আজ তলিয়ে যেতে বসলেনও কোনো ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট দপ্তর বা জেলা প্রশাসনের বলে অভিযোগ কংগ্রেসের। শুক্রবার খবর পেয়ে ডুবন্ত সেই লঞ্চ পরিদর্শনে যান বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সম্পূর্ণ বিষয়টি চাক্ষুষ করে বহরমপুর পৌরসভা কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। পাশাপাশি তিনি বলেন- এই লঞ্চ রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সাথে অবিলম্বে কথা বলবেন তিনি।