গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে, মুর্শিদাবাদের রাণীনগর থানার পুলিশ রানীনগরের সীমান্তবর্তী মোহনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে অবৈধ আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেফতার করে। ধৃত যুবকের নাম মিতান মন্ডল বয়স ২৪ বছর বাড়ি ওই এলাকাতেই বলে খবর। মঙ্গলবার ধৃতকে লালবাগ আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশে হেফাজতে নিয়ে আসা হবে বলেও জানা গিয়েছে। তবে কি কারণে এই অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তার তদন্তে নেমেছে ইতিমধ্যেই রাণীনগর থানার পুলিশ।