Skip to content
অবৈধ বালি খাদান রুখতে বীরভূম জেলা পুলিশের আকস্মিক অভিযান অজয় নদ এলাকায়

অবৈধ বালি খাদান রুখতে বীরভূম জেলা পুলিশের আকস্মিক অভিযান অজয় নদ এলাকায়

বর্ষাকালে নদীগর্ভ থেকে বালি তোলা নিষিদ্ধ রয়েছে। এমত অবস্থায় আইন ভঙ্গ করে নদী গর্ভ থেকে বালি তোলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে অজয় নদ এলাকায় আকস্মিক অভিযান চালানো হয় বীরভূমের কাঁকড়তলা থানা এবং ইলামবাজার থানা এলাকায় থাকা অজয় নদীর বিভিন্ন এলাকা। এদিন ড্রোন উড়িয়ে এই সকল এলাকা খতিয়ে দেখা হয় কোথাও কোনো রকম বেআইনিভাবে বালি উত্তোলন করা হচ্ছে কিনা। তবে এই অভিযানের পর পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেমন কোনো ঘটনার এদিন নজরে পড়েনি এবং এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।

Leave a Reply

error: Content is protected !!