Reported By : Binay Roy
১লা ফেব্রুয়ারি, বুধবার, মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদ্বীপ এলাকায় জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয় এক তৃণমূল কর্মী। জানা যায়, ওই গুলিবিদ্ধ ব্যক্তির নাম সফিক শেখ। আহত শফিক শেখের বুকের বাঁদিকে গুলি লেগেছে বলে জানিয়েছেন শফিক শেখের পরিবারের সদস্যরা। এরপর ওই আহত ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বুধবার সকালে তাকে স্থানান্তরিত করা হয় কোলকাতা হাসপাতালে। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, বিগত বেশ কিছু দিন আগে থেকে ওই এলাকার জনা কয়েক বিজেপি দলের কর্মী দলে যোগদানের জন্য চাপ দিতে থাকে সফিক সেখ নামে ওই তৃণমূল কর্মীকে। তাদের নির্দেশ অনুসারে বিজেপিতে যোগদান না করায় গতকাল সন্ধ্যায় অতর্কিতে ওই তৃণমূল কর্মীর ওপর হামলা চালায় দুষ্কৃতিরা বলে অভিযোগ। আরও জানা যায়, হাতাহাতির ঘটনা ঠেকাতে গিয়ে মাথায় হাসুয়ার কোপে গুরুতর জখম হয় রতনপুর নলদ্বীপ এলাকার এক গৃহবধূ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের আঙুল তোলা হয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আর ইতিমধ্যেই পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের উদ্দেশ্যে খোঁজও চালাচ্ছে বলে জানা যায়। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে রতনপুর নলদ্বীপ এলাকায়।