অভিযোগ অবৈধভাবে রামপুরহাট শহরের আনাচকানাচে গজিয়ে উঠছে বহুতল – G Tv { Go Fast Go Together)
অভিযোগ অবৈধভাবে রামপুরহাট শহরের  আনাচকানাচে গজিয়ে উঠছে বহুতল

অভিযোগ অবৈধভাবে রামপুরহাট শহরের আনাচকানাচে গজিয়ে উঠছে বহুতল

 

মানা হচ্ছে না সরকারি নির্দেশ ছাড়া হচ্ছে না সরকারি নির্দেশ মতো যায়গা যেটুকু যায়গা ছাড়া হচ্ছে তাও আবার বাউন্ডারি দেওয়াল দিয়ে নিজের দখলে রাখা হচ্ছে, যার ফলে প্রতি মুহুর্তে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে শহরবাসী কে। এমনই উদাহরণ সরুপ রামপুরহাট শহরের ব‍্যাস্ততম রাস্তা দেশবন্ধু রোডের একটা বহুতল যার বাউন্ডারি দেওয়াল এখনো ভেঙ্গে ফেলা হয়নি যেকারণে অসুবিধা ভোগ করতে হচ্ছে আশেপাশের সাধারণ মানুষ কে এমনটাই জানালেন দেশবন্ধু রোডের বাসিন্দা গরিবুল্লা গাজী ও সুনিল আগরওয়াল। নির্মাণ হচ্ছে বহুতল আর বহুতলের সিড়ি নামানো হচ্ছে সরকারি যায়গার উপর, যার ফলে সাইকেল, মটরসাইকেল রাখা থাকছে রাস্তার উপর যে কারণে লাগছে জ‍্যাম ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের এমনটাই জানালেন শহরবাসী পার্থ প্রতিম গুহ। রামপুরহাটের কামাড় পট্টি মোড় সংলগ্ন দেশবন্ধু রোডের একটি বহুতল নির্মাণ করা হচ্ছিলো পুরাতন দেওয়াল না ভেঙ্গে কিন্তু এলাকাবাসির অভিযোগে রামপুরহাট পৌরসভা সে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এমনই কিছুদিন আগে অবৈধভাবে রামপুরহাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ধর্মরাজতলা পাড়ায় পুরাতন বাড়ির দেওয়াল না ভেঙ্গে একটা বহুতল নির্মানের কাজ চলছিল সে সময় একজন ১২ বছরের কিশোর দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়। তারপরেই রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে যায়গার মালিক এবং ঠিকাদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেই। এমনই অবৈধ কাজ রামপুরহাট পৌরসভার নজরে এলে নিশ্চয় পৌরসভা কড়া পদক্ষেপ নেবে বলে আমাদের জানান পৌরসভার বর্তমান বোর্ড মেম্বার আব্বাস হোসেন তিনি বলেন। তবে রামপুরহাটের বাসিন্দাদের দাবি এখন থেকেই যদি ব‍্যাবস্থা না নেওয়া হয় তাহলে রাজ‍্যের মহানগরীর কলকাতার ঘিঞ্জি এলাকায় যেকোনো দুর্ঘটনায় যেভাবে অসুবিধার সম্মুখীন হয় সেই রকমই অসুবিধার সম্মুখীন হতে হবে রামপুরহাটের সাধারণ মানুষ কে এমনটাই জানালেন রামপুরহাট দমকল বিভাগের অফিসার ইনচার্জ মজিবর রহমান।

Leave a Reply

Translate »
Call Now Button