শিলচর, ২২অক্টোবর২০২৩:- অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটি ১০৪ তম বর্ষে পদার্পণ করলো। অম্বিকাপুর পূর্ব পাড়া শহরের অন্যতম নজরকাড়া পূজা তার উদ্ভাবনী ধারণা এবং উদযাপন শৈলীর জন্য থিম বেছে নিয়েছে "সাবেকিয়ানার ঐতিহ্যে আজও আমরা বর্তমান"।।
আর এ বছর তাদের নতুন চমক কুড়িগ্রাম সোনা দিয়ে মাটির প্রতিমাকে মোড়ানো হয়েছে।
এই পুজো উদ্ভোধন করেন বলিউডের বিখ্যাত অভিনেতা আসরানি তার সাথে ছিলেন প্রেসিডেন্ট তমাল বণিক,উদ্যোক্তা রাজা পাল চৌধুরী,শিবু সোম এবং আসরানি ফ্যান ক্লাবের সদস্যরা এছাড়াও এলাকার বিভিন্ন স্তরের ব্যাক্তিত্ব।।