ইলেকট্রিক পোলে হাত ঠেকাতেই দুর্ঘটনা, বিদ্যুৎপৃষ্ট হয়েও অল্পের জন্য প্রাণে বাচলো কিশোর। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যার আগে, মুর্শিদাবাদের ডোমকল থানার বর্তনাবাদ পঞ্চায়েত পাড়া এলাকায়। জানা গিয়েছে ওই এলাকায় একটি ইলেকট্রিক পোল, দুপুর থেকেই বিদ্যুৎ সংযোগ হয়ে রয়েছিল, বিকেলের দিকে এলাকার কিশোরেরা খেলাধুলা করতে বেরোই, তারপরেই আবু বাক্কার বলে ৮ বছরের কিশোর ওই পোলে হাত লাগাই, তারপরেই ঘটে দুর্ঘটনা। স্থানীয়রা দেখতে পেয়েই চিৎকার শুরু করে, পার্শে পড়ে থাকা লাঠি সোটা দিয়ে ধাক্কা দেয় ওই কিশোরকে, তারপর তাকে দ্রুত নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে এবং বর্তমান সেখানেই চিকিৎসাধীন রয়েছে আবু বাক্কার।