“অলিভিয়া”-র নেটদুনিয়ায় ভাইরাল উষ্ণ ছবি !

“অলিভিয়া”-র নেটদুনিয়ায় ভাইরাল উষ্ণ ছবি !

Reported By:- Subham Roy

সাম্প্রতিক কালে অলিভিয়া সরকার (Alivia Sarkar) অভিনয় করছিলেন জি বাংলার ধারাবাহিক ‘রাঙা বউ’-এ। তবে সম্প্রতি অফ এয়ার হয়েছে এই ধারাবাহিক। অলিভিয়াও পেয়ে গিয়েছেন খানিকটা সময়। বর্তমানে তিনি যথেষ্ট অ্যাকটিভ সোশ্যাল মিডিয়ায়। সপ্তাহের গোড়ায় অলিভিয়া শেয়ার করলেন তাঁর নতুন ফটোশুটের ঝলক। অলিভিয়ার শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে কালো রঙের সাইড স্লিটেড ড্রেস। ড্রেসটির স্লিভ নুডল প‍্যাটার্নের। স্লিভে রয়েছে রূপোলি সিকুইনের কারুকার্য। ড্রেসটির নেকলাইন যথেষ্ট ডিপ। ফলে উন্মুক্ত রয়েছে অলিভিয়ার ক্লিভেজ। ড্রেসটির সামনে কোমরের অংশে রয়েছে কালো রঙের ট্রান্সপারেন্ট নেট। ফলে দৃশ্যমান হয়েছে অলিভিয়ার কোমর। নিচের অংশ ফ্লেয়ারড। তাতে দুই পাশে রয়েছে স্লিট। ফলে উন্মুক্ত রয়েছে অলিভিয়ার মসৃণ পা। এই পোশাকের সাথে অলিভিয়ার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। ন্যুড শেডের আইশ‍্যাডো ও কালো আইলাইনারের ব্যবহারে তাঁর দুই চোখ হয়ে উঠেছে আকর্ষক। ঠোঁট রাঙানো গোলাপি রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। খোলা রয়েছে অলিভিয়ার সিল্কি চুল।

Leave a Reply

error: Content is protected !!