Skip to content
অল ইন্ডিয়া bsnl DOT পেনশনার্স এসোসিয়েশনের বহরমপুর শাখার পক্ষ থেকে মানব বন্ধন কর্মসূচি

অল ইন্ডিয়া bsnl DOT পেনশনার্স এসোসিয়েশনের বহরমপুর শাখার পক্ষ থেকে মানব বন্ধন কর্মসূচি

Reported By : Binay Roy
২৮ শে নভেম্বর, মঙ্গলবার, অল ইন্ডিয়া bsnl DOT পেনশনার্স এসোসিয়েশনের বহরমপুর শাখার পক্ষ থেকে মানব বন্ধন কর্মসূচি পালন করা হ'ল মঙ্গলবার। এদিন দুপুরে বহরমপুরে টেক্সটাইল মোড় সংলগ্ন bsnl দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন bsnl-এর ৩ টি সংগঠনের বহু কর্মী ও বিশিষ্ট জনেরা। যদিও এই মুহুর্তে সারা দেশ জুড়ে চলছে এই কর্মসূচি। এদিন বহরমপুরে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে নিজেদের বিভিন্ন দাবিদাওয়াও জানান তারা রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে উদ্দেশ্য করে।

Leave a Reply

error: Content is protected !!