মানবতার সেবায় নিবেদিত এক দল স্বপ্নবাজ মানুষের উদ্যোগে খোলা হলো এমন একটি অফিস, যা অসহায় মানুষদের জীবনে পরিবর্তন আনতে বদ্ধপরিকর। এই উদ্যোগে যেন নতুন আশার আলো দেখছে সবাই।
শুক্রবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের বিকৌর পাওয়ার হাউসের সামনে এক ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী হলো এলাকাবাসী। স্থানীয় স্বেচ্ছাসেবী ও সমাজসেবী ফাউন্ডেশন, নিউ আল-ইসলাহ ফাউন্ডেশন, তার নতুন অফিসের উদ্বোধন করেছে। ফিতা কেটে এই অফিসের শুভ উদ্বোধন করেন ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আবদুর রহিম। অনুষ্ঠানে মুনসুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।
নিউ আল-ইসলাহ ফাউন্ডেশন এর পরিচিতি বেশিরভাগই মানুষের সহযোগিতার মাধ্যম হিসেবে। এটি একটি স্বেচ্ছাসেবী ও সমাজসেবী প্রতিষ্ঠান যা গরিব, দুঃখী, এতিম, অসহায় এবং পীড়িত মানুষদের পাশে দাঁড়ায়। রক্তদান, অর্থসাহায্য, শ্রম এবং সুপরামর্শের মাধ্যমে ফাউন্ডেশনটি প্রতিনিয়ত মানবিকতার চর্চা করে আসছে। এলাকার মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার সমাধানে সব সময় এগিয়ে আসে ফাউন্ডেশনটি।
ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এই নতুন অফিসের উদ্বোধন প্রসঙ্গে বলেন, “আমাদের লক্ষ্য হল সমাজের অসহায় মানুষদের পাশে থাকা। এই অফিসটি আমাদের কাজের পরিসর আরও বাড়াতে এবং মানুষের সেবা করতে আমাদের সহায়ক হবে।” তিনি আরও জানান, “এখানে যারা আসবেন তাঁদের আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।"