পশ্চিমবঙ্গে সাংবাদিক থেকে আইনজীবী হেনস্তার কবলে পড়তে কেউ বাকি থাকছে না। গত বেশ কিছুদিন আগে ডোমকল সাব ডিভিশন কোর্টের এক আইনজীবীকে মারধর করে দুষ্কৃতীরা। তারপর থেকে দুষ্কৃতীদের শাস্তির দাবিতে জেলা জুড়ে কর্মবিরতি ডাক দিয়েছিল আইনজীবী এবং লক ওয়ার্ক অ্যাসোসিয়েশনের এর পক্ষ থেকে। নিজেদের সুরক্ষিত করতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ডোমকল সাব ডিভিশন এডভোকেট এন্ড ল ক্লার্ক এর পক্ষ থেকে আজ একটি মিটিং এর মাধ্যমে সংগঠন তৈরি করা হয়। যার নাম দেওয়া হয়েছে অ্যাডভোকেট এন্ড ল ক্লার্ক ওয়েলফেয়ার কমিটি। এই কমিটিতে আমন্ত্রিত অ্যাডভোকেট সব্যসাচী দত্ত জানান এই সংগঠন তৈরি করে তারা মানুষের পাশে দাঁড়াতে পারবে এবং আজকের সেই বিষয়ে তারা যথেষ্ট সাড়া পেয়েছে বলে জানিয়েছেন।