অ্যাডিনো ভাইরাস আক্রান্ত শিশুদের উন্নত পরিষেবা ও চিকিৎসার দাবিতে কংগ্রেসের গণডেপুটেশন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে শহর কংগ্রেসের নেতাকর্মীরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে। তারপর কয়েক দফা দাবি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যালকে তারা ডেপুটেশন জমা দেন।