Reported By : Binay Roy
২৭ শে জানুয়ারি, শুক্রবার, বহরমপুরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল ধর্না ও ডেপুটেশন। শুক্রবার দুপুরে বহরমপুর দক্ষিণ মুর্শিদাবাদ জেলার বিজেপি সংখ্যালঘু সেলের জেলা সভাপতি রফিক আলীর নেতৃত্বে এদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বহরমপুর দক্ষিণ জেলা বিজেপি কার্যালয় থেকে ওই মিছিল গোটা বহরমপুর শহর পরিক্রমা করে বহরমপুর থানার সামনে এসে তারা ধর্নায় বসে। শেষে বিজেপি দলের কয়েকজন প্রতিনিধি বহরমপুর থানার আইসিকে স্মারক লিপি জমা দেন। পাশাপাশি সংখ্যালঘু্ সেলের সভাপতি রফিক আলী জানিয়েছেন, ডোমকল থেকে তৃণমূলের প্রায় ২০০ জন সংখ্যালঘু কর্মী এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন রফিক আলীর হাত ধরে বিজেপির দলীয় পতাকা কাঁধে তুলে নেন তৃণমূল কর্মীরা।