Reported By Mahatab Chowdhury
২০২৫ সালের ১৫ জানুয়ারি, দক্ষিণ কলকাতার ৫৮ বি, প্রতাপাদিত্য রোডে উদ্বোধন হলো ‘আইকনিক’ নামে একটি নতুন অনুষ্ঠান পরিকল্পনাজনিত সংস্থা। এই শুভ উদ্ভোধনে উপস্থিত ছিলেন বিশ্বের খ্যাতিমান দাবা খেলোয়াড় ও ১৯৯১ সালের গ্র্যাণ্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, দৈনিক বাংলা স্টেটসম্যান-এর সম্পাদক শেখর সেনগুপ্ত, বিশিষ্ট সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়, অভিনেতা রাজীব বোস, ও ফাটাকেষ্ট খ্যাত কালীপুজোর কর্ণধার প্রবন্ধ রায় (ফান্টা), আইনজীবী সুদীপ্ত রায় এবং ‘আইকনিক’-এর প্রতিনিধি রূপা মালাকার ও লিটসি দাস সহ একাধিক গুণীজন।
‘আইকনিক’ সংস্থার অন্যতম নির্দেশক সাথী সরকার জানিয়েছেন, “এখানে সেলিব্রিটি ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি, বিবাহের কাজ, ফ্যাশন শো, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমের জন্য আমরা বিশেষজ্ঞ পরিষেবা প্রদান করব।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা এই নতুন উদ্যোগের প্রশংসা করে বলেন, “এটি দক্ষিণ কলকাতার সাংস্কৃতিক জীবনে একটি নতুন মাত্রা যোগ করবে।” ‘আইকনিক’ এর এই উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য আনন্দ ও উদ্দীপনার উৎস হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়।