আইকনিক ফটো এক্সিবিশনের সাফল্য: প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা

আইকনিক ফটো এক্সিবিশনের সাফল্য: প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা

Reported by Shubham Roy

গতকাল অর্থাৎ ১লা মে বৃহষ্পতিবার  আইকনিক ফটো এক্সিবিশন 2025 এর ফাইনাল দিন অর্থাৎ প্রতিযোগী দেড় পুরস্কার ঘোষণা ও বিতরণ এর দিন।  এই ফটো এক্সিবিশন চলেছিল  দুদিন ব্যাপী অর্থাৎ ৩০শে এপ্রিল ও ১লা মে। 

আইকনিকের এটা প্রথম ফটো এক্সিবিশন যেখানে তাদের ফটো ক্যাটাগরি ছিল  People & street, Wildlife, Portrait and landscape. 

এক্সিবিশনে ২৫০ টির ও ওপরে ছবি জমা পড়েছিল, সেখান থেকে ছবি বাছাই করার পর ১১০ ছবি এক্সিবিশনে  প্রদর্শন করানো হয়েছে। উক্ত ছবিগুলি দেশ ও বিদেশের নানান ধরনের ফটোগ্রাফারের কাছে থেকে আগত। ছবিগুলির মূল বিষয়বস্তু আমাদের প্রাত্যহিক জীবন যাত্রার নানা ঘটনাগুলি যা সাধারন ভাবে আমাদের লোক চক্ষুর অন্তরালেই রয়ে যায় এগুলিকে চিত্রশিল্পীরা তাদের অনন্য সাধারণ দৃষ্টির দ্বারা ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে।

এই প্রতিযোগিতায় landscape এ প্রথম ,দ্বিতীয় ,তৃতীয় যথাক্রমে প্রদ্যুত কুমার  দে,সরদ মনশারমণি,অরিজিৎ দে। People & street-প্রথম ,দ্বিতীয় ,তৃতীয়-প্রিথুল দাস, সমীর পাল, রতন সিনহা। Wildlife-চন্দন সরকার, অমিতাভ নন্দী, ডাঃ জয়শ্রী পাল। Portrait-বিশ্বদীপ মুখোপাধ্যায়, প্রদীপ্ত দাশগুপ্ত, ফ্রান্সিস নায়ক। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ আধিকারিক ও ফটোগ্রাফার অনুপম হালদার, গ্র্যান্ডমাস্টার ও “অর্জুন পুরস্কার প্রাপক” দিব্যেন্দু বড়ুয়া, প্রশংসিত রাস্তা এবং ডকুমেন্টারি ফটোগ্রাফার সৌম্য শঙ্কর ঘোষাল ও আরো বিশিষ্ট গুণী ব্যক্তিবর্গরা।

Leave a Reply

error: Content is protected !!