আইনজীবীদের ভোটে নবীন নেতৃত্বের অভিষেক

আইনজীবীদের ভোটে নবীন নেতৃত্বের অভিষেক

Reported By:- Masud Rana

১১ই জানুয়ারী ২০২৫ অর্থাৎ শনিবার সকাল থেকেই ডোমকল বার অ্যাসোসিয়েশনের ভোট গ্রহণে আইনজীবীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে দেখা যায়, সভাপতি পদে রবিউল ইসলাম তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মুসাকলিমকে ৩৫ ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন। সম্পাদক পদে অমিতাভ চক্রবর্তী ২৯ ভোটের ব্যবধানে আয়েশা খাতুনকে পরাজিত করেন। ক্যাশিয়ার পদে শিউলী খাতুনও ৩৫ ভোটের ব্যবধানে বাঁশির মন্ডলকে পরাজিত করে নির্বাচিত হন। আগামী এক বছরের জন্য এই তিনজন তাদের নির্বাচনী অঙ্গীকার পূরণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল আইনজীবী তেজবুল মন্ডলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সম্পাদক পদে নির্বাচিত হওয়া। তিনি জানান, আগামীর জন্য তিনি সমস্ত দেওয়া প্রতিশ্রুতি পালন করতে প্রস্তুত। নতুন কমিটি তাদের কার্যক্রম শুরু করার জন্য উদগ্রীব, এবং তারা ইতিমধ্যে সদস্যদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা তৈরি করতে শুরু করেছেন। আইনজীবীদের মধ্যে এই নির্বাচনের মাধ্যমে যে নতুন নেতৃত্বের সূচনা হলো, তা আইনজীবীদের পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলেই আশা করা হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!