Skip to content
“আই-পেক আমার উপর কোনো প্রভাব ফেলিনি”-হুমাউন কবির

“আই-পেক আমার উপর কোনো প্রভাব ফেলিনি”-হুমাউন কবির

Reported By :- Binoy Roy

আজ (০৪.০২.২০২৫) মঙ্গলবার মুর্শিদাবাদের বিধায়ক ও তৃণমূলের নেতা হুমায়ুন কবির তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই সময় তিনি আই-প্যাক সংস্থার কার্যক্রম নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। তিনি বলেন, “আই-প্যাক সংস্থা অন্যদেরকে কিভাবে বাধা দিয়েছে বা দেয়নি, আমি জানিনা; কিন্তু আমার কাজকর্মের উপর এর কোন প্রভাব পড়েনি।”

এই প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনার প্রতি সম্মতি জানিয়ে বলেন, “মুখ্যমন্ত্রী একজন শীর্ষ চিন্তা-ভাবনা কারী মানুষ। তিনি নির্দেশ দিয়েছেন যে, সাধারণ মানুষের যেন কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। আমি নিশ্চিত যে, তিনি সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করেছেন।”

হুমায়ুন কবির আরও বলেন, “আমাদের মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং বিভিন্ন ভালো উদ্যোগের নিদর্শন দেখেই সাধারণ মানুষ ও মুখ্যমন্ত্রী আমাদের কাজে অনুমতি দেন। কাজেই আমি কারও বিষয়ে সঠিক না জেনে সমালোচনা করতে পারব না।”

বিধায়কের এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে একটি উৎসাহের সঞ্চার করেছে।

Leave a Reply

error: Content is protected !!