আই সি ডি এস কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের ডোমকলের ঘটনা

আই সি ডি এস কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের ডোমকলের ঘটনা

Reported By:- Masud Rana

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার মেহেদীপাড়া ৬৪ নং অঙ্গনওয়াড়ী কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া সহ একাধিক বিষয়ে বিক্ষোভ আই সি ডি এস কেন্দ্রে অভিভাবকদের। স্থানীয়দের দাবি নাসিরুননেশা বিবি( নাসিমা) মেহেদীপাড়া ৬৪ নং অঙ্গনওয়াড়ী কেন্দ্রে দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন সমস্যা শুরু হয়েছে যেমন,খোলা আকাশের নীচে রান্না করা হয় অন্যের বাড়ীতে, স্কুলের ঘর থাকা সত্ত্বেও সেন্টারের সমস্ত মালপত্র কর্মীর অস্বাস্থ্যকর জায়গায় কর্মীর বাড়ীতে রাখা হয়, অতিরিক্ত খাবারের রিপোর্ট পাঠানো হয়, খাবারের কোনো তালিকা রাখা হয়না। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় আই সি ডি এস কেন্দ্রে। ঘটনার দায়ভার হেল্পারের দিকেই ছুড়ে দিয়েছেন শিক্ষিকা নাসিরুননেশা বিবি। তিনি আরও জানান আগের থেকে এখন ভালো খাবার দেওয়া হয়, সব মিথ্যা অভিযোগ।

Leave a Reply

error: Content is protected !!