## আউটডোর বন্ধ: রোগীদের দুর্ভোগ, পরিবারের লোকজন চিন্তিত

## আউটডোর বন্ধ: রোগীদের দুর্ভোগ, পরিবারের লোকজন চিন্তিত

Reported By Binoy Roy

আউট ডোরে কোন চিকিৎসক না বসায় সমস্যায় রোগী ও রোগীর পরিবারের লোকজন। জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতির জেরে গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালেও আজকে আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে। সকাল সাড়ে ৮ টা থেকে আউটডোরের টিকিট দেয়া হলেও আউটডোরের কোন বিভাগেই কোন চিকিৎসক বসেননি। ফলে সমস্যায় পড়েছেন দূরদূরান্ত থেকে আসা অসংখ্য রোগী ও রোগীর পরিবারের লোকজন।

Leave a Reply

error: Content is protected !!