আকাশবাণী এবং দূরদর্শন ইঞ্জিনিয়ারিং এম্প্লয়িসের দাবিদাওয়া

আকাশবাণী এবং দূরদর্শন ইঞ্জিনিয়ারিং এম্প্লয়িসের দাবিদাওয়া

Reported By :-News Desk

 

দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে সমস্ত রকম পরিষেবা দেওয়ার পর দেশের বিভিন্ন অল ইন্ডিয়া রেডিও স্টেশন এবং দূরদর্শন এর স্টেশন গুলি বন্ধ করতে চাইছে কেন্দ্রীয় সরকার এমনই অভিযোগ অ্যাসোসিয়েশন অফ আকাশবাণী এবং দূরদর্শন ইঞ্জিনিয়ারিং এম্প্লয়িস। মূল দাবি নতুন প্রযুক্তি কে সেই সমস্ত স্টেশনগুলোতে উন্নীত করা হোক। যার ফলে প্রত্যন্ত অঞ্চলে যেখানে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন ছাড়া অন্য কিছুই সম্প্রচারিত হয় না সেখানকার সাধারণ জনগণ যাতে কোনোভাবেই খবর পাওয়া থেকে বঞ্চিত না হন। এই বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পুলক রায়, সাধারণ সম্পাদক অনিল কুমার এস, জাতীয় মুখপাত্র চন্দ্রশেখর প্রমূখ।

Leave a Reply

error: Content is protected !!