আজ রাত আটটা চল্লিশ মিনিটে আগরপাড়া স্টেশনে ছয়টি ট্রেন ঘোষণা ছাড়াই প্ল্যাটফর্ম দিয়ে চলে গেলে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে যাত্রীরা অভিযোগ করে আসছেন যে, স্টেশনে ট্রেন পরিচালনায় প্রয়োজনীয় ঘোষণাগুলি প্রায়ই সময়মত করা হয় না। আজকের ঘটনাটি এরই এক দৃষ্টান্ত।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের কর্মী স্টেশন মাস্টারকে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করতে গেলে তিনি ঘরের ভিতরে মদ পান করছিলেন বলে অভিযোগ উঠেছে। এসময় তার ছেলে রাজা পাশওয়ান উপস্থিত হয়ে সংবাদকর্মীর ওপর হামলা চালান, যা এলাকার মানুষের মধ্যে আরও ক্ষোভ সৃষ্টি করেছে।
যাত্রীদের দাবি, আগরপাড়া স্টেশনে যাত্রী সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই এবং প্ল্যাটফর্মের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। তারা বারবার রেল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে অভিযোগ জানালেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আজ সকাল বেলা, ট্রেন চলে যাওয়ার পর ঘোষণা করা হলে যাত্রীদের মধ্যে আরও অসন্তোষ তৈরি হয়।
এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও নাগরিক সমাজ রেল প্রশাসনের প্রতি তীব্র সমালোচনা করেছেন। তারা দাবি করেছেন যে, দ্রুত ফলপ্রসু পদক্ষেপ গ্রহণ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।