Reported By : Binay Roy
২১ শে আগস্ট, সোমবার, আগস্ট মাসের গত চার তারিখ লকাপের মধ্যে খুন হওয়া গোবিন্দ ঘোষের পরিবারের সাথে দেখা করতে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
জানা যায়, মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের সিঙ্গার গ্রামের গোবিন্দ ঘোষ নামের এক যুবককে আগস্ট মাসের গত চার তারিখ নবগ্রাম থানার লকাপে মধ্যে পিটিয়ে খুন করে নবগ্রাম থানার পুলিশ এমনই অভিযোগ গ্রামবাসীদের।আজ অর্থাৎ সোমবার লকাপের মধ্যে খুন হওয়া সেই গোবিন্দ ঘোষের পরিবারের সাথে দেখা করতে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাথে ছিলেন নবগ্রাম ব্লক কংগ্রেসের পূর্ব ও পশ্চিমজনের সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব এবং মীর সহ আরো কংগ্রেসের কর্মি সমর্থকেরা।