Reported By : Binay Roy
৩ রা সেপ্টেম্বর, রবিবার, মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় আগামীকাল ভাগীরথী নদীতে হতে চলেছে বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা। কোভিড কারণে দুবছর বন্ধ ছিল। এই সন্তরণ প্রতিযোগিতা তবে জেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী কাল অর্থাৎ রবিবার আহরণ ব্রিজ থেকে এবং জিয়াগঞ্জ সদরঘাট থেকে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ ঘাট পর্যন্ত ৮১ কিলোমিটার ও উনিশ কিলোমিটারের সন্তরণ প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল রবিবার ভোর বেলায় প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এবারে বিশেষ চমক থাইল্যান্ড মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকেও বেশ কিছু প্রতিযোগী এই সন্তরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এছাড়াও দেশের বিভিন্ন রাজ্য থেকে বহু প্রতিযোগী প্রতি যোগিতায় অংশটিতে ইতিমধ্যে পৌঁছে গেছে সদর শহর বহরমপুরে। আজ বহরমপুরে সুইমিং অ্যাসোসিয়েশনের প্রাঙ্গনে সেই প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের নিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ও সুইমিং অ্যাসোসিয়েশনের আধিকারিক বৃন্দ।