REPORTED BY:- MASUD RANA
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মুর্শিদাবাদের রাণীনগর থানার জমশেদ মেকারের মোড়ে তল্লাশি চালায় রানীনগর থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ তার টিম তল্লাশি চালিয়ে একটি মোটর বাইক সহ এক যুবককে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল ও এক রাউন্ড গুলি। ওই এলাকার সাধারণ মানুষের অভিযোগ বাড়িতে ছাগল বাধা থাকলে কে বা কারা এসে ছাগল চুরি করে নিয়ে মাঝেমধ্যেই পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় সোমবার রাতে জমসেদ মেকারের মোড় এলাকায় ছাগল চুরি করতে এসেছিল গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের নাম মহবুল মন্ডল বাড়ি ডোমকল থানার বর্তানাবাদ এলাকায়। ধৃতকে মঙ্গলবার লালবাগ আদালতে তোলা হলে বিচারকের কাছে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। এ ঘটনায় কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ