আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক যুবক সাগরপাড়ায়। জানাযায় ধনিরামপুর এলাকায় নাকা চেকিং করছিল সাগরপাড়া থানার পুলিশ। ঠিক সেই সময় মাইনুল মোল্লাকে আগ্নেয় অস্ত্রসহ গ্রেপ্তার করে সাগর পাড়া থানার পুলিশ। ধৃত মাইনুল মোল্লার বাড়ি সাগরপাড়া থানার সাহেবনগর টিকটিকি পাড়া এলাকায়। তবে এই আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল এবং কি উদ্দেশ্য ছিল? তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।