Reported By : Masud Rana
৪ ঠা সেপ্টেম্বর, সোমবার, আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার মালোপাড়া কালভার্টের কাছে বিশেষ অভিযান চালায় পুলিশ। সেই সময় দুই যুবককের কাছে তল্লাসি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। একটি ওয়ান সার্টার পিস্তল এবং একটি নাইন এমএম পিস্তল সহ চার রাউন্ড গুলি উদ্ধার হয়। সেই সাথে ধৃতদের কাছ থেকে দুটি স্মার্টফোন উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত দুই যুবকের নাম মোস্তফা মন্ডল ও রাকিবুল সেখ। মোস্তফা মন্ডলের বাড়ি সাগরপাড়া থানার মাহাতাব কলোনী এলাকায়। রাকিবুল সেখের বাড়ি সীমান্তবর্তী চর কাকমারী এলাকায়। এরপর ওই দুই যুবককে গ্রেফতার করে সাগরপাড়া থানার পুলিশ প্রসাশন। কী উদ্দেশ্যে কোথায় ওই আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রসাশন। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি সোমবার ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।