বৃহষ্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকলের গড়াইমারি বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে সন্দেহভাজন এক ব্যাক্তিকে আটকায় এবং তার কাছে তল্লাছি চালিয়ে উদ্ধার হয় একটি দেশি তৈরি পাইপগান এবং পয়েন্ট থ্রি জিরো থ্রি বোরের দুই রাউন্ড গুলি। তারপরেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানাযায় ধৃত ঐ ব্যাক্তির নাম পিন্টু মন্ডল (30) তার বাড়ি ডোমকলের গড়াইমারি বিশ্বাসপাড়া এলাকাতে। ঘটনার পর ধৃত ব্যাক্তিকে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে শুক্রবার পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।