Reported By : Masud Rana
৯ ই জানুয়ারি, সোমবার, মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর এলাকায় তল্লাশি চালিয়ে সাগরপাড়া থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে এক যুবককে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যা রাতে ওই যুবককে পুলিশ গ্রেফতার করে। ওই এলাকায় তল্লাশি চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে দাঁড় করিয়ে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি ওয়ান শাটার পিস্তল সহ দু রাউন্ড গুলি। তারপরে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম মানিক শেখ। তার বাড়ি সাগরপাড়ার শীতনগর বিশ নম্বর এলাকায়। ধৃত ব্যক্তিকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে সোমবার বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল তার তদন্ত শুরু করেছে সাগর পাড়া থানার পুলিশ।