Reported By : Binay Roy
১১ ই মার্চ , শনিবার , দৌলতাবাদ থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ছয়ঘরি কদবেলতলা মাঠ ইটভাটা সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় দৌলতাবাদ থানার পুলিশ, ওই এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি পাইপ গান পিস্তল সহ দু রাউন্ড গুলি, তার পরেই তাকে গ্রেফতার করে পুলিশ, পুলিশ সূত্রে ধৃত যুবকের নাম জানা যায় সাদের শেখ, তার বাড়ি ইসলামপুর থানার মল্লিকপাড়া এলাকায় বলে জানা যায়। শনিবার বিচারকের কাছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কি কারনে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।